লোকালয় ডেস্কঃ হবিগঞ্জের বাহুবলে ব্যবসায়ীর বাড়িতে দুধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতরা বাড়িতে থাকা লোকজনদের অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণা লংকার লুট করে নিয়ে যায়।
মঙ্গলবার (১১ জুন) ভোররাত তিনটার দিকে উপজেলার হরিপাশা গ্রামে মৃত মকছুদ আলীর বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে।
হরিপাশা গ্রামের মিরপুর বাজারের ব্যবসায়ী শাপলা কসমেটিক্স এর মালিক মকছুদ আলীর ছেলে রাহাত জানান, রাত ৩টার সময় ঘরের চিকনীচুলা দিয়ে ৫/৬ জনের একটি ডাকাত দল ঘরে প্রবেশ করে প্রথমে তাকে পরে তার মা ও ছোট ৩ বোন কে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, মোবাইল, স্বর্ণলংকার সহ প্রায় লক্ষাধিক টাকার উপরে মালামাল নিয়ে যায়।
এব্যাপারে বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাসুক আলীর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ডাকাতির বিষয়টি আমার জানা নেই, ঘটনা স্থলে পুলিশ পাটাচ্ছি।