বাহুবল (হবিগঞ্জ): হবিগঞ্জের বাহুবলের দুই আসামীকে জেল গেইট থেকে ফের গ্রেফতার হয়েছেন।
শনিবার সকালে হবিগঞ্জ কারাগার থেকে বের হয়ে কারাফটকের সামনে আসলে তাদের গ্রেফতার করে ডিবি পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন বাহুবল উপজেলার পুটিজুরী ইউনিয়নের কিন্ডারগার্ডেন স্কুলের শিক্ষক এনামূল হক শিমাল ও ভাদেশ্বর ইউনিয়নের বিহারীপুর গ্রামের বীমাকর্মী আব্দুল হক।
জানা যায়, বাহুবল মডেল থানায় ১৪২/১৮ মামলায় পুলিশ গ্রেফতার করে তাদের। গত বৃহস্পতিবার মিসকেইচ করলে তাদের জামিন মঞ্জুর করেন আদালত।
পরে আজ শনিবার বিলবন্ড কারাগারে পৌছলে সকালে কারাকর্তৃপক্ষ তাদের কারাগার থেকে বের করে দিলে গোপন সূত্রে খবর পেয়ে ডিবি পুলিশ কারা ফটক থেকে তাদের ফের গ্রেফতার করে নিয়ে যায়।
জেলা জজ কোর্টের আইনজীবি অ্যাডভোকেট হাফিজ উদ্দিন বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।