হবিগঞ্জের বানিয়াচংয়ে জলমহাল, মৎস্য খামার ও আধিপত্য বিস্তার নিয়ে বিরোধের জের ধরে দুইপক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এতে আহত হন আরও অন্তত পাঁচজন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
সোমবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার সুজাতপুর ইউনিয়নের পূর্ব বাজুকা গ্রামে এ ঘটনা ঘটে।
সুজাতপুর ইউপি চেয়ারম্যান মো. সাদিকুর রহমান বলেন, ওই গ্রামের বাসিন্দা ইউপি মেম্বার রফিকুল ইসলাম এবং মজনু মিয়ার মধ্যে জলমহাল, মৎস্য খামার ও গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এর জেরে সোমবার বিকেলে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে রফিকুল ইসলামের চাচা ইউসুফ মিয়া (৫৫) প্রতিপক্ষের আঘাতে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে বানিয়াচং থানার একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে।
বানিয়াচং সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পলাশ রঞ্জন দে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পূর্ব বাজুকা গ্রামে একটি হত্যাকাণ্ড ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে।