হবিগঞ্জের পৌর এলাকা হতে মাদক সহ আটক ২ ।
মোঃ সনজব আলী হবিগঞ্জের পৌর এলাকা হতে মাদক সহ ২ জনকে আটক করেছে র্যার- ১৪, সিপিসি-৩ ভৈরব ক্যাম্পের সদস্যরা
মাদকের ভয়াল গ্রাস থেকে দেশ ও যুব সমাজকে রক্ষায় র্যাব নিরলস কার্যক্রম পরিচালনা করছে।
গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা নজরদারী চালিয়ে ভৈরব র্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের এর নেতৃত্বে একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে ।
আজ শনিবার ১০ অক্টোবর ২০২০ ইং তারিখ আনুমানিক ০১.৩০ ঘটিকায় হবিগঞ্জ জেলার সদর থানাধীন হবিগঞ্জ পৌর সভাস্থ বাইপাস রোডের আনোয়ারপুর পয়েন্ট পালকী কমিউনিটি সেন্টারের সামনে পাকা রাস্তার অভিযান পরিচালনা করে- মোঃ ইমান আলী (৫০), পিতা-মৃত হিরন আলী, সাং- জলসুকা, থানা- আজমেরীগঞ্জ, ও মোঃ সেলিম মিয়া (২৫), পিতা- মোঃ আলী আকবর মিয়া, সাং-বানিয়াচং, থানা-বানিয়াচং, উভয় জেলা- হবিগঞ্জ’দ্বয়কে সিএনজি সহ আটক করা হয় ।
আটককৃত ব্যক্তিদ্বয়ের হেফাজতে থাকা সিএনজি তল্লাশী করে ২০ কেজি মাদকদ্রব্য গাঁজা, ১টি সিএনজি ও মাদক বিক্রর নগদ ৫,০০০ টাকা উদ্ধার করে জব্দ করা হয়।
উদ্ধারকৃত আলামতের আনুমানিক বাজার মূল্য ৯,০৫,০০০/- টাকা।
ধৃত আসামীদের হবিগঞ্জ জেলার সদর থানায় প্রচলিত ধারায় মামলা দায়ের করা হয়েছে
Leave a Reply