লোকালয় ২৪

হবিগঞ্জের নবীগঞ্জে চিরকুট লিখে চির বিদায় নিলেন কাঠমিস্ত্রী বিজয় গোপ

এম.মুজিবুর রহমানঃ নবীগঞ্জ পৌর শহরের হবিগঞ্জ সড়কে পৌর কাউন্সিলর ও প্যানেল মেয়র-১
জায়েদ চৌধুরীর ব্যবসা প্রতিষ্ঠান ফার্নিচারের দোকান থেকে বিজয় গোপ(২২) নামে এক কাঠমিস্ত্রী যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে নবীগঞ্জ থানা পুলিশ৷ ঘটনাটি ঘটেছে ৫ আগষ্ট বৃহস্পতিবার, সকালে তার লাশ উদ্ধার করে পুলিশ৷ পুলিশ লাশ উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে প্রেরণ করেছে৷
পুলিশ ও  স্থানীয় সূত্রে জানাযায়,সুনামগঞ্জ জেলার জগন্নাথ পুর  উপজেলার ভবানীপুর গ্রামের মৃত প্রবোধ গোপের পুত্র বিজয় গোপ পেশায় একজন কাঠমিস্ত্রী ছিলেন, তিনি নবীগঞ্জ শহরের ওই ফার্নিচারের দোকানের কাঠমিস্ত্রী চিত্তরঞ্জন এর সাথে আলোচনা সাপেক্ষে গত বুধবার সকাল ১০টায় ১০ হাজার টাকা মাসিক  বেতন সাব্যস্তক্রমে বিজয়  কারিগর হিসেবে যোগদান করেন৷ বুধবার দিবাগত রাতে ব্যবসা প্রতিষ্ঠানের ঘরের তীরের সাথে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে৷ সকালে দোকানের কর্মচারী চিত্ররঞ্জন ব্যবসা প্রতিষ্ঠানে এসে দেখতে পান বিজয় গোপের ঝুলন্ত লাশ৷ পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে৷
এদিকে যোগদানের রাতেই তিনি মৃত্যুর পূর্বে একটি চিরকুটে বিজয় গোপ  লিখেন, তার মৃত্যুর জন্য কেহ্ দায়ী নয়, তিনি স্ব-ইচ্ছায় ই আত্মহত্যার পথ বেছে নিয়েছেন৷ এব্যাপারে নবীগঞ্জ থানার ওসি ডালিম আহমেদ এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন, তবে ময়না তদন্তের রিপোর্টের আগ পর্যন্ত এর বেশি কিছু বলা যাচ্ছেনা৷ ময়না তদন্ত শেষে মৃতের পরিবারের নিকট লাশ হস্তান্তর করা হবে বলেও জানান তিনি৷