নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ: হবিগঞ্জের চুনারুঘাটে ভারত থেকে অবৈধভাবে চা পাতা আমদানর সময় এক হাজার ৪শ’ ৭২ কেজি চা পাতা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (১০ জুন) বেলা ১১টার দিকে মোবাইল ফোনের এক টেক্স বার্তায় বিষয়টি নিশ্চিত করেন বিজিবি-৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. জাহিদুর রশিদ।
এর আগে সোমবার ভোরে উপজেলার সাতছড়ি এলাকা থেকে এগুলো জব্দ করা হয়।
লে. কর্ণেল মো. জাহিদুর রশিদ জানান, গোপন সূত্রে খবর পেয়ে একদল বিবিজি সদস্য সাতছড়ি জাতীয় উদ্যোনের ৫নং বাগানে অভিযান চালিয়। এ সময় পরিত্যক্ত অবস্থায় চা পাতাগুলো জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য প্রায় সাড়ে ৪ লাখ টাকা।
এদিকে, একই সময় সেখান থেকে ৩০ বোতল ভারতীয় মদও জব্দ করে বিজিবি। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলেও জানান তিনি।
Leave a Reply