নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ: হবিগঞ্জের চুনারুঘাটে রাতের আধারে চা বাগানের এক শ্রমিককে কুপিয়ে হত্যা করেছে একদল দুর্বৃত্ত।
শুক্রবার (২১ জুন) বেলা ১২টার দিকে গিলানী চা বাগান থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত চা শ্রমিক গিলানী চা বাগানের নতুন টিলা এলাকার লক্ষণ তাঁতীর ছেলে অমর তাঁতী (৫০)। সে গালনীর ২৬ নং বাগানে নিরাপত্তা প্রহরী হিসেবে কাজ করতেন।
পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে খাওয়া দাওয়া শেষে বাগানের উদ্দেশ্যে রওনা করেন অমর। কিন্তু রাত ১টার ওপরে বেজে গেলেও সে কাজে না আসায় অন্য প্রহরীরা অমর তাঁতীর বাড়িতে ফোন করেন। কিন্তু তার বাড়ি থেকে জানানো হয় সে রাত ১০টার দিকেই বাগানের উদ্দেশ্যে বেড়িয়ে গেছেন। পরে বাগানের বিভিন্নস্থানে খোঁজাখুজির এক পর্যায়ে তার ক্ষত-বিক্ষত লাশ পাওয়া যায়।
স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে শুক্রবার বেলা ১২টার দিকে হবিগঞ্জ মর্গে প্রেরণ করে।
এ ব্যাপারে চুারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজমিরুজ্জামান বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, নিহত অমর তাঁতী প্রচুর পরিমাণে মদ পান করতেন। ধারণা করা হচ্ছে কয়েকজন মিলে মদ পান করার সময় কোনো বিষয় নিয়ে তাদের মধ্যে সমস্যা দেখা দেয়। এ সময় সঙ্গে থাকা অন্যরা তাকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়।