লোকালয় ২৪

হবিগঞ্জের চুনারুঘাটে চা শ্রমিক হত্যার বিচার দাবীতে ৩ ঘন্টা কর্মবিরতি

চুনারুঘাটে চা শ্রমিক হত্যার বিচার দাবীতে ৩ ঘন্টা কর্মবিরতি

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার গিলানী চা বাগানের নৈশপ্রহরী অমর তাঁতী হত্যার বিচার দাবীতে তিন ঘন্টা কর্মবিরতী করেছে চা শ্রমিকরা।

সোমবার (১ জুলাই) সকাল ৯ টা থেকে ১১টা পর্যন্ত উপজেলার তিনটি চা-বাগানের শত শত শ্রমিক বিক্ষোভ সমাবেশের মাধ্যমে কর্মবিরতী পালন করে।

বাগানগুলো হল- গিলানী চা বাগান, রঘুনন্দন চা বাগান ও দেউন্দি চা বাগানের শত শত শ্রমিক বিক্ষোভ সমাবেশ অংশগ্রহণ করে।

গিলানী চা বাগানের সভাপতি অমল ভৌমিকের সভাপতিত্বে ও দেউন্দি চা বাগানের সভাপতি প্রবীর বুনাজীর পরিচালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন- দেউন্দি চ-বাগানের ব্যবস্থাপক রিয়াজ উদ্দিন, অমৃত তাতী, নৃপেন বুনাজি ও আপন বাকতি প্রমুক।

বক্তরা- তাদের সহকর্মী চা শ্রমিক অমর তাঁতী হত্যাকারীদের গ্রেফতার করে ফাঁসির দাবী জানান। অন্যতায় বাগানে আরো বৃহৎ কর্মসুচি পালন করা হবে বলে জানান শ্রমিক নেতারা।

এর আগে ২০ জুন রাতে গিলানী চা বাগানের নৈশপ্রহরী অমর তাতীকে মাথায় আঘাত করে হত্যা করা হয়। এঘটনার পরদি ২১জুন বাগানের শ্রমিকরা কর্মবিরতী পালন করে।