মোঃ ফারুক মিয়া, চুনারুঘাট প্রতিনিধিঃ চুনারুঘাট উপজেলার মিরাশী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য ও মিরাশী ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি মো: সুরুজ আলীর মুখমন্ডলে কুপিয়ে এবং যুবলীগ নেতা আকল মিয়া ও শিক্ষক জসিম উদ্দিনকে পিটিয়ে গুরুতর আহত করেছে একদল দূর্বৃত্ত। জানা যায়, শনিবার সকাল ৯টার দিকে উপজেলার মিরাশী ইউনিয়নের সাত্তালিয়া গ্রামের আকছির মিয়ার বসতবাড়ির সামনে রাস্তায় এ ঘটনাটি ঘটে। আহতদের আত্মচিৎকারে স্থানীয় লোকজনরা এগিয়ে এসে তাদেরকে উদ্ধার পূর্বক আশংকাজনক অবস্থায় চুনারুঘাট হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ইউপি সদস্য সুরুজ আলীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হবিগঞ্জ সদর হাসপাতালে রেফার করেন। হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক ইউপি সদস্য সুরুজ আলীর অবস্থা দেখে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। অন্যদিকে আহত আকল মিয়া ও জসিম উদ্দিনকে চুনারুঘাট হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আহত সূত্রে জানা যায়, উপজেলার মিরাশী ইউনিয়নের মৃত ইয়াকুত মিয়ার পুত্র তারেক মিয়া, জুয়েল মিয়া, নূর বানু সহ একদল দূর্বৃত্তরা পূর্ব শত্র“তার জের ধরে ইউপি সদস্য সুরুজ আলীকে সাত্তালিয়া গ্রামের ইউপি রাস্তায় সরকারি মাটির কাজে থাকাবস্থায় পূর্ব বিরোধের জের ধরে পূর্ব পরিকল্পিতভাবে তারেক মিয়া উত্তেজিত হয়ে তার দলবল নিয়ে ইউপি সদস্য সহ ০৩ জনকে কুপিয়ে আহত করে পালিয়ে। ঘটনার খবর পেয়ে চুনারুঘাট থানা ওসি কে.এম আজমিরুজ্জামানকে অবগত করিলে দ্রুত চুনারুঘাট থানার এস.আই অলক বড়–য়া সহ একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে এক মহিলাকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে পুলিশ। এ ঘটনায় ইউপি সদস্য সুরুজ আলীর পুত্র আবুল খায়ের বাদী হয়ে চুনারুঘাট থানায় ০৬ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন। আটককৃত মহিলাকে হবিগঞ্জ জেলা কারাগারে প্রেরণ করেছে পুলিশ।