লোকালয় ২৪

হবিগঞ্জের চুনারুঘাটে অবৈধ ভাবে বালু উত্তোলন, ৫০ হাজার টাকা জরিমানা

হবিগঞ্জের চুনারুঘাটে অবৈধ ভাবে বালু উত্তোলনের দায়ে লাল মিয়া নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সে উপজেলার বড়আব্দা গ্রামের আব্দুল হাই মিয়ার পুত্র। 

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মিরাশী ইউনিয়নের নালমুখ বাজারের দক্ষিণে লাদিয়া নামক স্থানে অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আফিয়া আমীন পাপ্পা।

সহকারী কমিশনার (ভূমি) আফিয়া আমীন পাপ্পা জানান- খবর পেয়ে আমরা লাদিয়া এলাকায় অভিযান চালিয়ে অবৈধ ভাবে বালু উত্তোলনের দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে লাল মিয়া নামের একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছি।

তিনি বলেন- অবৈধ ভাবে যারা বালু উত্তোলন করবে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং নিয়মিত এমন অভিযান চলমান থাকবে।

অভিযানে চুনারুঘাট থানা পুলিশের একদল সদস্য সহযোগিতা করে।