লোকালয় ডেস্কঃ হবিগঞ্জের চারটি আসনে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ শুরু হয়েছে। কিছু কিছু কেন্দ্রে বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও আইন শৃংখলা বাহিনী পরিস্থিতি স্বাভাবিক করে রেখেছে।
হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন হবিগঞ্জ-৩ আসনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ও জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট মো. আবু জাহির।
এসময় তিনি সাংবাদিকদের বলেন, “হবিগঞ্জবাসীর উপর আমার আস্থা আছে। আশা করি তারা উন্নয়নের অগ্রযাত্রাকে এগিয়ে নিতে আজ সারাদিন নৌকা মার্কায় ভোট দেবে।”
পরে তিনি শহরের রামচর প্রাইমারি স্কুলসহ বেশ কয়েকটি কেন্দ্র পরিদর্শন করেন।
হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার রাজু রায় বলেন, “যে কোনো পরিস্থিতি মোকাবেলায় তার কেন্দ্রে পর্যাপ্ত পরিমাণ আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে।”
হবিগঞ্জ সদর মডেল থানার ওসি মো. সহিদুর রহমান বলেন, “অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে হবিগঞ্জের প্রতিটি কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে।
“সেনাবাহিনী, র্যাব, পুলিশের পাশাপাশি ভ্রাম্যমাণ আদালত ও সেনা টহল জোরদার করা হয়েছে।”
হবিগঞ্জের চারটি আসনে ৬৬৩টি ভোট কেন্দ্রে ১৪ লাখ ২৫ হাজার পাঁচশত ৬৪ জন ভোটার রয়েছেন।