সংবাদ শিরোনাম :
‘হতাশ’ ট্রাম্প!

‘হতাশ’ ট্রাম্প!

lokaloy24.com

অনলাইর ডেস্ক: প্রাণঘাতী করোনাভাইরাস সংকট নিয়ে সহযোগিতার ঘাটতি ও আগাম তথ্য দেয়ার ক্ষেত্রে চীনের ব্যাপারে কিছুটা ‘হতাশ’ বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

রবিবার হোয়াইট হাউসে নিয়মিত এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, ‘করোনাভাইরাসের ব্যাপারে তাদের (চীন) আমাদেরকে জানানো উচিত ছিল।’ট্রাম্প বলেন, এক্ষেত্রে ‘চীনকে নিয়ে আমি কিছুটা ‘হতাশ। আমি আপনাদের সত্যি করে বলছি যে, আমি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে অনেক পছন্দ ও তার দেশকে অনেক সম্মান করি।’

এদিকে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ৪১৩ জনে দাঁড়িয়েছে। সেইসঙ্গে আক্রান্তের সংখ্যা ৩৪ হাজার ২৭ জন। দেশটির প্রতিটি রাজ্যে হানা দিয়েছে এই ভাইরাস। এসব রাজ্যের মধ্যে ওয়াশিংটনে মারা গেছে ৯৫ জন, নিউ ইয়র্কে ১১৪ জন, ক্যালিফোর্নিয়ায় ৩২ জন।

এদিকে প্রাণঘাতী করোনা ভাইরাসে বিশ্ব জুড়ে আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৩০ হাজার পেরিয়েছে। মারা গেছে ১৪ হাজার ৭০০ জন। গত বছরের ডিসেম্বরের চীনের উহানে প্রথম করোনা ভাইরাসে আবির্ভাব ঘটে। এরপর একে একে বিশ্বের ১৮০ টির বেশি দেশে ছড়িয়ে পড়েছে এই ভাইরাস।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com