বুধবার সকাল ৯টার দিকে হেলিকপ্টারে করে তিনি জাতীয় স্মৃতিসৌধে পৌঁছালে নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল আকবর হোসেন তাকে স্বাগত জানান।
জেনারেল আজিজ শ্রদ্ধা নিবেদনের সময় সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল তাকে গার্ড অব অনার দেয়। পরে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন তিনি।
শ্রদ্ধা নিবেদন শেষে সেনাবাহিনী প্রধান স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে সই করেন। সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারাও এ সময় তার সঙ্গে ছিলেন।
সাবেক সেনাপ্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হকের কাছ থেকে সোমবার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নেন আজিজ আহমেদ।
১৯৮৩ সালে বাংলাদেশ সেনাবাহিনীর আর্টিলারি কোরে কমিশন পাওয়া আজিজ আহমেদ তার দীর্ঘ চাকরি জীবনে ৩৩ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং, সীমান্তরক্ষী বাহিনী বিজিবির মহাপরিচালক, জেনারেল অফিসার কামন্ডিং আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড ও সেনাসদরের কোয়ার্টার মাস্টার জেনারেলের দায়িত্ব পালন করেছেন।এছাড়া জাতিসংঘের শান্তিরক্ষা মিশন অবজারভার হিসেবে ইরাক, কুয়েত ও সুদানে ফোর্স কমান্ডারের মিলিটারি উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।
বিজিবির পুনর্গঠন ও উন্নয়নমূলক কাজের স্বীকৃতি হিসেবে এই সেনা কর্মকর্তা রাষ্ট্রপতির কাছ থেকে পেয়েছেন বিজিবিএম ও পিজিবিএম পদক।
Leave a Reply