স্মার্টফোন দিয়েই শরীরের তাপমাত্রা মাপা যাবে

স্মার্টফোন দিয়েই শরীরের তাপমাত্রা মাপা যাবে

lokaloy24.com

লোকালয় ডেস্কঃ  মিউজিক প্লেয়ার, ক্যামেরা, জিপিএসসহ অনেকগুলো ডিভাইসের সমন্বয়ে তৈরি স্মার্টফোন। এবার আরো একটি ডিভাইস যুক্ত হচ্ছে স্মার্টফোনে; তা হচ্ছে- থার্মোমিটার। সহজভাবে বললে, স্মার্টফোন দিয়েই শরীরের তাপমাত্রা মাপা যাবে।

দ্য নেক্সট ওয়েবের খবরে বলা হয়েছে, জ্বরের জন্য প্রথমে শরীরের তাপমাত্রা মাপা জরুরি। কিন্তু তাপমাত্রা মাপার জন্য আলাদা থার্মোমিটারের প্রয়োজন পড়বে না, স্মার্টফোন কপালে ঠেকিয়েই শরীরের তাপমাত্রা জেনে নেয়া যাবে। চীনা স্মার্টফোন জায়ান্ট হুয়াওয়ে এ সপ্তাহে আইআর টেম্পারেচার সেন্সর সমৃদ্ধ অনার প্লে ৪ প্রো স্মার্টফোন বাজারে আনার ঘোষণা দিয়েছে।

অনার প্লে ৪ প্রো স্মার্টফোনের ক্যামেরার সারিতে ব্যবহার করা হয়েছে আইআর টেম্পারেচার সেন্সর।  যা মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াস (মাইনাস ৪ ডিগ্রি ফারেনহাইট) থেকে সর্বোচ্চ ১০০ ডিগ্রি সেলসিয়াস (২১২ ডিগ্রি ফারেনহাইট) পর্যন্ত তাপমাত্রা পরিমাপ করতে পারে।

হুয়াওয়ের নতুন এই ফোনটি চীনের বাজারে উন্মুক্ত করা হচ্ছে। মূল্য নির্ধারণ করা হয়েছে ২,৯৯৯ চাইনিজ ইয়ান (বাংলাদেশি মুদ্রার হিসাবে প্রায় ৩৬ হাজার টাকা)। বাংলাদেশে কবে আসবে তা এখনও জানা যায়নি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com