লোকালয় ২৪

স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে করোনা ইস্যুতে ৩০ দেশের রাষ্ট্রদূতের বৈঠক

lokaloy24.com

এস.এম. মানিক:৩০টি দেশের রাষ্ট্রদূতের সঙ্গে জরুরি বৈঠক করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক,

বিশ্বব্যাপী দ্রুত ছড়িয়ে পড়া করোনাভাইরাস পরিস্থিতি পর্যালোচনা ও করণীয় নির্ধারণে  মঙ্গলবার সন্ধ্যায় মন্ত্রীর বনানীর বাসভবনে এ বৈঠক হয়।

রাতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মো. মাইদুল ইসলাম প্রধান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, বৈঠকে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সভাপতিত্ব করেন। এতে মার্কিন যুক্তরাষ্ট্র, চীন, ভারত, দক্ষিণ কোরিয়া, জাপান, ইতালি, ইরানসহ মোট ৩০ দেশের রাষ্ট্রদূত উপস্থিত ছিলেন।

বৈঠকে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক করোনাভাইরাসের ফলে বর্তমান সময়ে দেশের সার্বিক পরিস্থিতি তুলে ধরে স্বাগত বক্তব্য দেন এবং এর ফলে বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক ও পারস্পরিক সম্পর্ক বজায় রেখে এই ভাইরাস মোকাবেলায় একযোগে কাজ করার কথা তুলে ধরেন।

এ সময় রাষ্ট্রদূতরা নিজ নিজ দেশের করোনা পরিস্থিতির সর্বশেষ তথ্য তুলে ধরেন। যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার করোনাভাইরাসে তার দেশের সর্বশেষ পরিস্থিতি তুলে ধরেন। তিনি বাংলাদেশ সরকারকে করোনাভাইরাস মোকাবেলায় আগামী দুই দিনের মধ্যে আর্থিক সহায়তা প্রদানেরও আশ্বাস দেন।

উপস্থিত সব রাষ্ট্রদূত সন্তুষ্টি প্রকাশ করে একে অপরের সঙ্গে সহযোগিতাপূর্ণ সম্পর্কের ব্যাপারে একমত পোষণ করেন।