আর কিছুদিন পর অমিতাভ ও জয়া বচ্চন তাঁদের ৫০তম বিবাহবার্ষিকী পালন করবেন। তাই, এটা বলার অপেক্ষা রাখে না যে শুধু বলিউড নয়, সারা ভারতের জন্যই তাঁরা আদর্শ দম্পতি। অন্য দম্পতিদের মতো অমিতাভ-জয়াও সম্পর্কের অনেক চড়াই-উতরাইয়ের মধ্যে দিয়ে এগিয়েছেন। আর হয়তো সেই কারণেই তাঁদের সম্পর্ক আরও মজবুত হয়েছে। ১৯৮০ সালে বলিউড আলোচনা শুরু করেছিল অমিতাভ-রেখার সম্পর্ক নিয়ে। আটের দশকে সবথেকে বেশি এই সম্পর্ক নিয়ে লেখালেখি হয়। আর রেখা সরাসরি না বললেও নানাভাবে স্বীকার করেছিলেন সম্পর্কের কথা। মনে করা হয়, সিলসিলার পর রেখা ও অমিতাভ আর একসঙ্গে কাজ করেননি জয়ার কারণেই।
শোনা যায়, স্বামীর সম্পর্ক নিয়ে কোনওদিন খুশি ছিলেন না জয়া। কিন্তু, এরজন্য নিজেদের সম্পর্কের কোনও ক্ষতিও হতে দেননি তিনি। পুরোনো এক সাক্ষাৎকারে তাঁকে প্রশ্ন করা হয়েছিল, আপনার স্বামীকে তো অনেক নারীই সরাসরি ভালেবাসার কথা জানায়, তখন কেমন লাগে? এর জবাবে জয়া বলেছিলেন, আমার খারাপ লাগে না। কারণ, আমার স্বামীকে যারা ভালোবাসে, তারা ওর কাজটা দেখে ভালোবাসে। ও আসলে কেমন সেটা কতটা তারা জানে সে বিষয়ে আমার সন্দেহ আছে। আর এই নিয়ে আমি একেবারেই ভয় পাই না।
Leave a Reply