স্বাধীনভাবে কাজ করছে বিচার বিভাগ: তথ্যমন্ত্রী

স্বাধীনভাবে কাজ করছে বিচার বিভাগ: তথ্যমন্ত্রী

স্বাধীনভাবে কাজ করছে বিচার বিভাগ: তথ্যমন্ত্রী
স্বাধীনভাবে কাজ করছে বিচার বিভাগ: তথ্যমন্ত্রী

লোকালয় ডেস্কঃ তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, বাংলাদেশে এই মুহূর্তে বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করছে। এই বিচার বিভাগের কাছেই বিএনপি ধরণা দিয়েছিল, আদালত ও বিচারক পরিবর্তন করেছিল। পরবর্তীতে তাদের পছন্দ মতো বিচারপতির আদালতেই খালেদা জিয়া দুর্নীতির অভিযোগে অভিযুক্ত হয়েছেন। এই বিচার বিভাগের ওপর তাদের আস্থা নেই।

শুক্রবার (১ জুন) বেলা ১১টার দিকে কুষ্টিয়া সার্কিট হাউসে জাসদ নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী।

তথ্যমন্ত্রী বলেন, ‘যখন বিচার বিভাগ খালেদা জিয়ার জামিন মঞ্জুর করেন তখন তারা মিষ্টি খান। আর যখন জামিন স্থগিত করেন তখন সরকারকে গালি দেন। এই দ্বৈত নীতি গণতন্ত্রের জন্য ভালো খবর নয়। কার্যত বিএনপি আদালতের ধার ধারে না। বিএনপি দুর্নীতিবাজদের বাংলাদেশের রাজনীতিতে ফিরিয়ে আনার চক্রান্ত করছে।’

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব সময় ভারতকে বন্ধুত্ব দিতেই থাকবে। এ ব্যাপারে আমাদের কোনও কার্পণ্য থাকবে না। দ্বিপক্ষীয় সমস্যা সমাধানের ব্যাপারে বাংলাদেশের স্বার্থের ওপর অটল হয়ে দাঁড়িয়ে থেকে আমরা সমাধানের উদ্যেগ নেবো।’

মন্ত্রী বলেন, ‘মনে রাখবেন বন্ধুত্বপূর্ণ আবহাওয়ার ভেতরে আলোচনার টেবিলে দ্বিপক্ষীয় সমস্যা যে সমাধান করা সম্ভব সেটা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার দীর্ঘ শাসন কালে প্রমাণ করেছেন।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com