স্বাধীনতাবিরোধী কিছু লোক বিএনপির সঙ্গে আঁতাত করেছে: নৌমন্ত্রী

স্বাধীনতাবিরোধী কিছু লোক বিএনপির সঙ্গে আঁতাত করেছে: নৌমন্ত্রী

স্বাধীনতাবিরোধী কিছু লোক বিএনপির সঙ্গে আঁতাত করেছে: নৌমন্ত্রী
স্বাধীনতাবিরোধী কিছু লোক বিএনপির সঙ্গে আঁতাত করেছে: নৌমন্ত্রী

লোকালয় ডেস্কঃ নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, ‘নির্বাচনের সময় অনেক মেরুকরণ হবেই রাজনীতিতে। স্বাধীনতাবিরোধী ও সুশীল সমাজ দাবিদার কিছু লোক আজ বিএনপির সঙ্গে আঁতাত করেছেন। তারা বিএনপির সঙ্গে যুক্তফ্রন্ট গড়ে তুলেছেন, জাতীয় ঐক্য গড়ে তুলেছেন।’ বৃহস্পতিবার (১৮ অক্টোবর) দুপুরে মাদারীপুর পুলিশ লাইন্স সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

‘কিসের জাতীয় ঐক্য?’ এই প্রশ্ন তুলে নৌমন্ত্রী আরও বলেন, ‘জাতীয় ঐক্য হবে মুক্তিযুদ্ধের চেতনার ভিত্তিতে। রাজাকার, আলবদর, স্বাধীনতাবিরোধীর সঙ্গে জাতীয় ঐক্য যারা গড়বেন মনে করতে হবে তারা আসলে স্বাধীনতার বিরুদ্ধে।’

মন্ত্রী আরও বলেন, ‘যারা স্বাধীনতার কথা বলে স্বাধীনতাবিরোধীদের মদদ দিচ্ছেন তারা কোনোক্রমেই দেশপ্রেমিক হতে পারে না। এই ধরণের জাতীয় ঐক্য দেশ ও জনগণের অকল্যাণের জন্যই তারা করেছেন। দেশকে পাকিস্তান বানানোর এক গভীর ষড়যন্ত্রে তারা লিপ্ত হয়েছে। কোনোমতেই বাংলার মানুষ এ ধরণের ঐক্যকে মেনে নেবে না, তাদের ষড়যন্ত্র-চক্রান্ত প্রতিরোধ করবে। তাদের এই ধরণের ঐক্য আদর্শহীন ঐক্য। তাসের ঘরের মত চূর্ণ-বিচূর্ণ হয়ে যাবে।’

এসময় নৌমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন মাদারীপুরের পুলিশ সুপার সুব্রত কুমার হালদার, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক রাসেল সাবরিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুদ্দিন গিয়াস, সাবেক পৌর মেয়র ও মুক্তিযোদ্ধা নূরুল আলম বাবু চৌধুরী প্রমুখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com