সংবাদ শিরোনাম :
স্বজনের কাঁধে প্রিয়জনের লাশ

স্বজনের কাঁধে প্রিয়জনের লাশ

স্বজনের কাঁধে প্রিয়জনের লাশ
স্বজনের কাঁধে প্রিয়জনের লাশ

পুরান ঢাকার চকবাজারে চুড়িহাট্টা এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনায় শনাক্ত হওয়া লাশগুলো স্বজনদের কাছে হস্তান্তর শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা দুইটার দিকে ঢাকা মেডিকেল কলেজ মর্গ থেকে লাশগুলো হস্তান্তর শুরু হয়।

চকবাজার এলাকার হাজী ওয়াহেদ ম্যানশন ভবনে গতকাল বুধবার রাতে আগুন লাগে। পরে এই আগুন আশপাশেও ছড়িয়ে যায়। আগুনের ঘটনায় অন্তত ৭০ জনের লাশ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) জাবেদ পাটোয়ারী। লাশের সংখ্যা আরও বাড়তে পারে বলেও জানান তিনি। আগুনে দগ্ধ হয়ে অনেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।

আজ দুপুর পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজের মর্গে ৬৭টি ব্যাগে করে লাশ এসেছে । এ ছাড়া আরও তিনটি ব্যাগে লাশের খণ্ডিত অংশ আনা হয়। প্রিয়জনের লাশের সন্ধানে হাজারো মানুষ ভিড় করছেন মর্গের আশপাশে। কেউ আহাজারি করছেন। স্বজনকে জীবিত অথবা মৃত খুঁজে পেতে কেউবা এদিক-ওদিক ছুটোছুটি করছেন।

ঢাকা মেডিকেলের ফরেনসিক বিভাগ সূত্রে জানা যায়, অন্তত এক-তৃতীয়াংশ লাশের পরিচয় মেলানো কঠিন হয়ে পড়েছে। এ জন্য ডিএনএ পরীক্ষার প্রয়োজন হতে পারে।

শনাক্ত করা গেছে ৩০ জনকে
দুপুর পর্যন্ত যাদের শনাক্ত করা গেছে তাঁরা হলেন
সিয়াম আরাফাত
শাহাদৎ হোসেন
হেলাল উদ্দিন
এনামুল হক কাজী
মোশারফ হোসেন
কামাল হোসেন
সিদ্দিকউল্লাহ
ওয়াসীউদ্দিন
খবির উদ্দিন
জুম্মন
আলী হোসেন
ইয়াসিন খান
মোরশেদ আলম
মিঠু, সজিব
মো. কাওসার
আ. রহিম ওরফে দুলাল
সাহির
সোনিয়া
আবু বকর সিদ্দিক
ইমতিয়াজ ইমরোজ রাজু
মাসুদ রানা
মাহাবুবুর রহমান
আশরাফুল হক রাজন
মো. ওমর ফারুক
মোহাম্মদ আলী
অপু রায়হান
৩ বছরের আরাফাত
জসিমউদ্দিন
মো. রাজু
মো. নয়ন খান
আয়েশা খাতুন ও
আনোয়ার হোসেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com