লোকালয় ২৪

স্পেনের উপ-প্রধানমন্ত্রী করোনায় আক্রান্ত

lokaloy24.com

অনলাইন ডেস্ক: ইউরোপের দেশ ইতালির পর এবার করোনার থাবায় মৃত্যুপুরী হয়ে উঠেছে স্পেন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৯ হাজার ৫১৫ জনে।

এবার স্পেনের উপ-প্রধানমন্ত্রী কারমেন ক্যালভোর শরীরেও পাওয়া গেছে করোনাভাইরাসের উপস্থিতি। তাকে আইসোলেশনে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।

বুধবার স্প্যানিশ সরকার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। এ নিয়ে দেশটিতে গত ২৪ ঘণ্টায় প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৬৫৬ জন।

এর আগেও কারমেন ক্যালভোরের করোনা পরীক্ষা করা হয়েছিল। তবে সেবার ফলাফল নেগেটিভ এসেছিল। এরপর সন্দেহ হওয়ায় মঙ্গলবার আবারো রক্তের নমুনা পরীক্ষা করা হয়। এবার করোনা পজেটিভ ধরা পড়ে।

মহামারি এই ভাইরাসে এ নিয়ে স্পেনে মোট মৃতের সংখ্যা ৩ হাজার ৬৪৭ জনে দাঁড়িয়েছে। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫ হাজার ৩৬৭ জন রোগী।