লোকালয় ২৪

স্থায়ীভাবে প্রতি বছর আগারগাঁওয়ে বাণিজ্য মেলা অনুষ্ঠিত হবে: বাণিজ্যমন্ত্রী

স্থায়ীভাবে প্রতি বছর আগারগাঁওয়ে বাণিজ্য মেলা অনুষ্ঠিত হবে: বাণিজ্যমন্ত্রী

ঢাকা- ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ভেন্যু আগারগাঁও থেকে সরছে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সী। তিনি বলেছেন, স্থায়ীভাবে প্রতি বছর এখানেই বাণিজ্য মেলা অনুষ্ঠিত হবে।

আজ রোববার সকালে বাণিজ্য মেলা প্রাঙ্গনে পরিদশর্নে এসে তিনি এ কথা বলেন।

মন্ত্রী জানান, পূর্বাচলে মেলার জন্য যে নতুন স্থায়ী স্থাপনা বানানো হচ্ছে সেখানে সারাবছরই কোনো না কোন বিষয়ে মেলা অনুষ্ঠিত হবে। সেখানে বিদেশি ক্রেতাদের জন্য রপ্তানিমুখী পণ্য প্রদর্শনের ব্যবস্থা ও পরিবেশ তৈরি করা হচ্ছে। এবছরের শেষ নাগাদ পূর্বাচলের নতুন মেলা প্রাঙ্গনের কাজ শেষ হবে বলে আশা প্রকাশ করেন বাণিজ্য মন্ত্রী।

এর আগে গত ৩০ ডিসেম্বর রাজধানীর শেরে বাংলা নগরে বাণিজ্য মেলার উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ জনদুর্ভোগ এড়াতে ২০২০ সাল থেকে আন্তর্জাতিক বাণিজ্যমেলা পূর্বাচলে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছিলেন।