আন্তর্জাতিক ডেস্ক- আঞ্চলিক উত্তেজনার মধ্যেই এশিয়া সফরের অংশ হিসেবে পাকিস্তানে পৌঁছেছেন সৌদি সিংহাসনের উত্তরাধিকার যুবরাজ মোহাম্মদ বিন সালমান।
১৭ ফেব্রুয়ারি বিকেলে তাকে বহনকারী বিমান পৌঁছে ইসলামাবাদ বিমানবন্দরে। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে স্বাগত জানান পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। তাকে লাল গালিচা সংবর্ধনা ও গান স্যালুট দেওয়া হয়।
বিমানবন্দরে পৌঁছানোর পর সালমানকে বহনকারী গাড়ি নিজেই চালিয়ে বাসভবনে নিয়ে যান পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। বাসভবনে পৌঁছানোর পরে গার্ড অব অনার দিয়ে তাকে সম্মানিত করা হয়। সৌদি ক্রাউন প্রিন্সের এই সফরকে ঘিরে ইসলামাবাদজুড়ে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।
পাকিস্তানে সৌদি যুবরাজের সফর উপলক্ষে সোমবার ঘোষণা করা হয়েছে সাধারণ ছুটি। প্রিন্স সালমানের সফরসঙ্গীদের মধ্যে রয়েছেন প্রভাবশালী ব্যবসায়ী এবং গুরুত্বপূর্ণ কয়েকজন মন্ত্রী। ইতোমধ্যে দুই হাজার কোটি ডলারের বিনিয়োগ চুক্তি করা হয়েছে।
শনিবার সৌদি যুবরাজের পাকিস্তান সফরের কথা ছিল। কিন্তু হুট করে একদিন তা পেছানো হয়। তবে কি কারণে একদিন যুবরাজের সফর পেছানো হয় তা নিয়ে বিস্তারিত বলা হয়নি।
তবে আল-জাজিরার খবরে বলা হয়েছে, কাশ্মীরের পুলওয়ামায় হামলার জেরে একদিন যুবরাজের সফর পেছানো হয়।
Leave a Reply