লোকালয় ২৪

সৌদি আরবে সৈন্য পাঠানোর ঘোষণা দিল যুক্তরাষ্ট্র

সৌদি আরবে সৈন্য পাঠানোর ঘোষণা দিল যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক- সম্প্রতি সৌদি আরবের তেল অবকাঠামোতে হামলা করা হয়। এই প্রেক্ষিতে দেশটিতে সেনা পাঠানোর পরিকল্পনার ঘোষণা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপার সাংবাদিকদের এ কথা জানিয়েছেন।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী সাংবাদিকদের বলেছেন, এই সেনা মোতায়েনের বিষয়টি হবে স্বাভাবিক প্রতিরক্ষামূলক। তবে মোট কতজন সেনা পাঠানো হবে সে বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।

গত সপ্তাহে দুটি সৌদি তেলক্ষেত্রে হামলা চালানো হয়। এই হামলা দায় স্বীকার করেছে ইয়েমেনের ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা।

কিন্তু যুক্তরাষ্ট্র ও সৌদি আরব উভয় দেশই এই হামলার জন্য ইরানকে দায়ী করেছে।

এর আগে, শুক্রবার, ইরানের বিরুদ্ধে সর্বোচ্চ স্তরের নিষেধাজ্ঞা ঘোষণা করার সময় সামরিক দ্বন্দ্ব এড়াতে চান বলে ইঙ্গিত দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প।

সে সময় নতুন মার্কিন নিষেধাজ্ঞায় ইরানের কেন্দ্রীয় ব্যাংক এবং এর সার্বভৌম সম্পদ তহবিলের ওপর জোর দেওয়া হবে বলে মন্তব্য করেন ট্রাম্প।