আন্তর্জাতিক ডেস্ক: ইস্তাম্বুলের সৌদি দূতাবাসেই সাংবাদিক জামাল খাশোগিকে হত্যা করা হয়েছে এমন প্রমাণ মিললে সৌদি আরবকে ‘কড়া শাস্তি’ দেওয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
গত ২ অক্টোবর বিয়ে বিচ্ছেদের কাগজপত্র সংগ্রহ করতে ইস্তাম্বুলের সৌদি দূতাবাসে ঢুকে নিখোঁজ হন সৌদি রাজপরিবারের করা সমালোচক খাশোগি। তুরস্ক কর্তৃপক্ষ বলছে, খাশোগিকে দূতাবাসের ভেতরেই হত্যা করে লাশ গুম করা হয়েছে। এ পক্ষে কিছু প্রমাণও হাজির করেছে তারা।
এদিকে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান বলেছেন, ‘খাশোগি খুব অল্প সময় তাদের দূতাবাসে ছিলেন, এরপর তিনি বেরিয়ে পড়েন।’
বেশকিছু দিন ধরেই সৌদি আরবের সঙ্গে সম্পর্ক ভালো যাচ্ছে না মার্কিন প্রেসিডেন্টের। জামাল খাশোগির ঘটনা ‘আগুনে ঘি ঢালার মত অবস্থা’। ট্রাম্প বলেছেন, ‘আমরা আদ্যোপান্ত খুঁজে কঠোর শাস্তি দিবো।’
ট্রাম্প বলেন, ‘এই হত্যাকাণ্ড যদি মোহাম্মদ বিন সালমানের নির্দেশে হয় তাহলে আমরা খুব মর্মাহত ও ক্ষুব্ধ হবো।’
খাশোগি সংবাদিক, তাই সৌদি আরবের অনেক ঝুঁকি আছে উল্লেখ করে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘সিনেটররা রিয়াদের সঙ্গে সবধরনের অস্ত্র বিক্রির চুক্তি আটকে দিতে পারে।’
তবে ট্রাম্প এর পক্ষে নন, ‘আমি সমরাস্ত্র বিক্রি বন্ধের পক্ষে নই। কারণ যুক্তরাষ্ট্রের প্রতিদ্বন্দ্বীরা এ সুযোগ কাজে লাগাতে পারে।’