লোকালয় ২৪

সোয়া আট কোটির বেশি টিকা প্রয়োগ

http://lokaloy24.com/

নয় মাসে সোয়া ৮ কোটির বেশি ডোজ টিকা নিয়েছে জনগণ। করোনা সংক্রমণ ঠেকাতে স্বাস্থ্যবিধি মেনে চলা, আক্রান্ত ব্যক্তির চিকিৎসা নিশ্চিত করা ও ব্যাপক টিকাদানে জোর দিয়ে আসছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। আমাদের সরকারও ডব্লিউএইচওর দেখানো পথেই হাঁটছে।

গত ৯ মাসে শুধু এক ডোজ টিকা নিয়েছে ৫ কোটিরও বেশি মানুষ। দুই ডোজ টিকা সম্পন্ন করেছে সোয়া তিন কোটির বেশি নাগরিক। সংক্রমণ হার এক শতাংশের নিচে নেমে এলেও টিকা গ্রহণে বেড়েছে আগ্রহ। এ পর্যন্ত সাড়ে ৬ কোটির বেশি নাগরিক নিবন্ধন করেছেন।

প্রাপ্তবয়স্কদের সঙ্গে স্কুলগামী শিশুদেরও টিকার আওতায় আনা হয়েছে। সরকারের পরিকল্পনা রয়েছে দেশের মোট জনসংখ্যার ৮০ শতাংশেরও বেশি মানুষকে টিকার আওতায় নিয়ে আসা হবে। টিকার ঘাটতি মেটাতে সরকার ২১ কোটিরও বেশি ডোজ ক্রয়ের চুক্তি করেছে। ইতোমধ্যে ১১ কোটিরও বেশি ডোজ টিকা এসেছে বলে দাবি করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। চলতি মাসে আরও প্রায় ৪ কোটি ডোজ আসবে বলে জানান তিনি।