লোকালয় ২৪

সোহেলের মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক

সোহেলের মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক

লোকালয় ডেস্ক : ফায়ারম্যান সোহেল রানার মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সোমবার এক শোক বার্তায় মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

রাষ্ট্রপতি বলেন, অন্যের জীবন রক্ষার্থে, নিজের জীবন উৎসর্গ করে সোহেল রানা এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে গেছেন।

প্রধানমন্ত্রীর শোক
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফায়ার সার্ভিস কর্মী সোহেল রানার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

সোমবার এক শোক বার্তায় শেখ হাসিনা বলেন, অন্যের জীবন রক্ষার্থে, নিজের জীবন উৎসর্গ করার ক্ষেত্রে সোহেল রানা এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।

রাজধানীর বনানীতে পুড়তে থাকা এফ আর টাওয়ারে আটকা পড়া মানুষের জীবন বাঁচাতে গিয়ে গুরুতর আহত হন কুর্মিটোলা ফায়ার স্টেশনের ফায়ারম্যান সোহেল রানা। অতি দ্রুত তাকে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি করা হয়। পরবর্তীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়।

প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।