সেলফি ক্যামেরার সাহায্যে করা যাবে টাইপিং

সেলফি ক্যামেরার সাহায্যে করা যাবে টাইপিং

lokaloy24.com

লোকালয় ডেস্কঃ  প্ররযুক্তি প্রতিনিয়তই কল্পনার মাত্রা ছাড়িয়ে যাচ্ছে। স্মার্টফোন, ট্যাবলেট এমনকি ল্যাপটপের সামনের ক্যামেরা ব্যবহার করে টাইপিং করা যাবে, এমন প্রযুক্তিও এসেছে!

দক্ষিণ কোরিয়ার প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং ‘সেলফিটাইপ’ নামের এমনই এক প্রজেক্ট সামনে এনেছে। এটি কৃত্তিম বুদ্ধিমত্তার (এআই) প্রযুক্তির মাধ্যমে আঙুলের নড়াচড়া বুঝে নিয়ে টাইপিংয়ের কাজ করে দেবে।

দ্য ভার্জ-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, নতুন এই প্রযুক্তি ব্যবহার করে ফোনের সেলফি ক্যামেরা ব্যবহার করে টাইপ করা যাবে। এ পদ্ধতিতে ‘QWERTY’ কিবোর্ডের মাধ্যমে টাইপ করা যাবে। আলাদা হার্ডওয়্যারের প্রয়োজন হবে না।

২০১২ সালে প্রথম সি-ল্যাব শুরু করেছিল স্যামসাং। এর ফলে কোম্পানির কর্মীরা স্বাচ্ছন্দ্য বোধ করেন এমন যে কোনো প্রজেক্টে তারা কাজ করতে পারেন। বিগত কয়েক বছর ধরেই কনসিউমার ইলেকট্রনিক শো (সিইএস) ইভেন্টে বিভিন্ন সি-ল্যাব প্রজেক্ট গোটা বিশ্বের সামনে আনছে দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠানটি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com