খেলাধুলা ডেস্ক: মার্কিন তারকা সেরেনা উইলিয়ামসকে হারিয়ে গ্র্যান্ড স্ল্যামে ইতিহাস গড়লেন জাপানের নাওমি ওসাকা। এর আগেও গ্র্যান্ড স্লামের টুর্নামেন্টে অনেকবার অংশ নিয়েছে জাপানিজরা। কিন্তু কখনো গ্র্যান্ড স্লাম জেতা হয়নি তাদের।
এবার সেই না পাওয়ার অভাব পূরণ করলেন নাওমি। প্রথমবারের মত ইউএস ওপেনের নারী এককে চ্যাম্পিয়ন হয়েছেন জাপানের নাওমি ওসাকা। ফাইনালে সেরেনাকে ৬-২, ৬-৪ গেমে সহজেই হারান এই তারকা।
তবে তাদের দুজনের লড়াইয়ের চেয়ে বেশি আলোচনায় এসেছে আম্পায়ার কার্লোস রামোসের সঙ্গে সেরেনার আচরণ।
প্রথম সেটে সেরেনার কোচ গ্যালারি থেকে শিষ্যকে ইশারা করেন। কিন্তু গ্র্যান্ড স্ল্যামে এই নিয়মটা নেই। যার কারণে সেরেনাকে সতর্ক করেন রামোস। এর ফলেই শুরু হয় ঝামেলা।
মুহূর্তের মাঝেই বিতর্কে জড়িয়ে পড়েন সেরেনা। দ্বিতীয় সেটে ম্যাচেও পিছিয়ে যান তিনি। যার ফলে কোর্টের মাঝেই র্যাকেট ভেঙ্গে ফেলেন এই মার্কিন তারকা। এর জন্য সেরেনাকে পেনাল্টি করেন রামোস। যার পেনাল্টিতে পয়েন্ট হারিয়ে আম্পায়ারকে মিথ্যাবাদী বলে উল্লেখ করেন সেরেনা।