নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত ৬৯ হাজার ৪৩৫ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। এরিমধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৬৪ হাজার ৫৫৮ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশনস সেন্টার ও কন্ট্রোল রুমের সহকারী পরিচালক ডা. আয়শা আক্তার এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫২ জন মারা গেছেন।
বৃহস্পতিবার সকাল ৮ টা থেকে শুক্রবার সকাল ৮ টা পর্যন্ত ২৪ ঘন্টায় নতুন ১ হাজার ২৫ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে ৪ হাজার ৬৯৭ জন দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।