লোকালয় ডেস্কঃ সুশান্ত সিং রাজপুতের সুইসাইডের ঘটনার অনেকটা কোমড় বেধেই তদন্তে নেমেছে মুম্বাই পুলিশ ৷ তদন্ত যে রকম এগোচ্ছে তাতে রোজই নতুন নতুন তথ্য হাতে আসছে তদন্তকারীদের৷ ঠিক কীভাবে কী হয়েছিল তা নিয়ে তদন্ত এখনো চলছে।
এদিকে, সুশান্দের মৃত্যু নিয়ে সামনে এলো নতুন মোড়। নায়কের আত্মহত্যা করার আগেই উইকিপিডিয়া পেজের হিস্ট্রিতে তার আত্মহত্যার বিষয়টি আপডেট করা হয়েছিলো। সেই আপডেটের হিস্ট্রি অনুযায়ী ৮টা ৫৯ এ এই তথ্যটি আপডেট করা হয়৷
এটা কী করে সম্ভব? কী কারণ রয়েছে যে এই পয়েন্টটিকে জোর দিয়ে খতিয়ে দেখছে পুলিশ৷ এই বিষয়টি ভালো করে খতিয়ে দেখতে সাইবার সেলের সাহায্য নেয়া হচ্ছে৷ পুলিশ এই উইকিপিডিয়া পেজের ফ্যাক্ট ভেরিফাই করতে চাইছে৷ মুম্বাই পুলিশের হাতে যে বয়ানগুলি এসেছে তার ভিত্তিতে জানা যাচ্ছে যে সেদিন সুশান্ত সিং রাজপুত প্রায় সাড়ে নটা নাগাদ বাইরে এসেছিলেন৷ এরপর উনি জুস খেয়ে প্রায় ১০ টা নাগাদ নিজের ঘরে ফেরত চলে যান৷
এই অবস্থায় কী করে উইকিপিডিয়ার হিস্ট্রিতে সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার তথ্য আগে থেকেই আপডেট হল সেটা বড় ধাঁধায় ফেলেছে৷ এই ঘটনা নিয়ে নানা মহল থেকে নানা রকম প্রশ্ন উঠছে৷ সাইবার সেল থেকে যে তথ্য পাওয়া যাচ্ছে তাতে উইকিপিডিয়া ইউটিসি টাইমলাইন (Coordinated Universal Time) ফলো করে৷ যা ইন্টারন্যাশানাল টাইমলাইন থেকে প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা পিছনে থাকে৷
গেলো ১৪ জুন বান্দ্রায় নিজের ফ্ল্যাটে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছিলেন সুশান্ত সিং রাজপুত৷এই ঘটনার পর পুলিশ একের পর এক জেরা করছে৷ এই আত্মহত্যার কারণ হিসেবে পেশাগত শত্রুতা, মানসিক অস্বস্তি -র মত বিষয়গুলি খতিয়ে দেখছে তদন্তকারী দল৷