লোকালয় ২৪

সুনামগঞ্জ বেরিবাঁধ কেটে বেল্ট বসিয়ে বালু বিক্রি করছে ব্যবসায়ীরা

সুনামগঞ্জ বেরিবাঁধ কেটে বেল্ট বসিয়ে বালু বিক্রি করছে ব্যবসায়ীরা

ফরিদ মিয়া সুনামগঞ্জ প্রতিনিধিঃ আদাং বেরিবাঁধ কেটে বেল্ট বসিয়ে বালু ব্যাবসায়িদের ডাম্পিংকরা বালু বিক্রসহ বেরিবাঁধের উপড় বালুমজুদ করে বিভিন্ন কার্গো বল্কহেডে বিক্রিকরে আসছে ব্যাবসায়ীরা ।
সরজমিনে বিশ্বম্বরপুর উপজেলার সলুকাবাদ ইউনিয়নের আদাং গ্রামে গেলে এমন চিত্র ফুঁটে উটে। স্তানিয়দের সাথে আলাপ করে জানাযায় চলতি নদীর পাড়ে বেরিবাঁধের উপড় বালুষ্টক করে দির্ঘদিন থেকে ব্যাবসা করে আসছেন স্তানিয় বালু ব্যাবসায়ী সহ আরো অন্যান্ন এলাকার ব্যাবসায়ীরা। জিনারপুর বাজারের উত্তরপাশ থেকে পুরান মুথুরকান্দি আদাং জুরে বেরিবাঁধ কেটে নিজেদের মত বেল্ট বসিয়ে নৌকায় বালু তুলছেন ব্যাবসায়ীরা আবার কোন কোন জায়গায় বেরিবাঁধের উপড় বালুষ্টেক দেয়ায় আদাং বেরিবাধেঁর উপড় দিয়ে মানুষ চলাচল করতে চরম দুর্ভোগের মধ্যে পরেছে স্তানিয় জনসাধারন বেরিবাঁধ বন্ধকরেই কান্ত নয় বেরিবাঁধ কেটে বাঁধের মাটিও বিক্রিকরেছে বলে নাম প্রকাশে অনিচ্ছুক কিছু স্তানিয়রা ক্ষোভ প্রকাশ করেন, এ বিষয়ে জানতে আদাং গ্রামের বালুপাথর ব্যাবসায়ি জালাল উদ্দিন জানান আমাদের নদী বন্ধ হওয়ায় কিছুদিন পুর্বে হঠাৎ নদীতে পানি বৃদ্ধি হওয়ায় বেরিবাঁধের উপড় বালু রাকতে হয়েছে মানুষের চলাচলের কিছুটা বিগ্নঘটেছে আসলে এটি টিক হয়নি রাস্তাকেটে বেল্ট বসানো এটাও টিক হয়নি আসাকরি কিছু দিনের ভিতর বালু সব বিক্রিহয়ে যাবে । প্রায় শতাদিক বালু ডাম্পিং করে বালুর পাহাড় করেছেন এমন কিছু বালুব্যাবসায়িদের সাথে যোগাযোগ করতে গেলেও তাদের কে ড্রাম্পিঙ্গের কাছে পাওয়া যায়নি। মনিপুরি হাটির বাবুল মিয়া আদাং এর ইব্রাহিম, রামপুরের কাইয়ূম, রফিক মিয়া, মুসলিম পুরের কামাল লাল পুরের শহিদ মনিপুর হাটির রওশন আলী,ভান্ডারী সহ আরো অনকের বালু ডাম্পিং করেছেন এই বেরিবাঁধে এ বিষয়ে জানতে বিস্বম্ভরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সমীর বিশ্বাস বলেন বেরিবাঁধ কেটে বেল্ট বসিয়ে কার্গো বা বল্গহেড নৌকায় বালু তুলার বিষয়টি আমার জানা ছিল না আমি দ্রুত বিষয়টি দেখছি।