লোকালয় ডেস্কঃ ০৭ মে ২০১৮ তারিখ ১৩:০০ ঘটিকা র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর সিপিসি-৩, সুনামগঞ্জ ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল নির্বাহী ম্যাজিষ্ট্রেট এর সমন্বয়ে সুনামগঞ্জ জেলার সদর থানা এলাকায় মাদকদ্রব্য রোধকল্পে মাদক বিরোধী বিশেষ মোবাইল কোর্ট পরিচালনা করে। উক্ত মোবাইল কোর্টে সুনামগঞ্জ জেলার সদর থানা এলাকা থেকে মাদক সেবনরত অবস্থায় ০৬ (ছয়) জন মাদক সেবনকারীকে জরিমানা করে র্যাব-৯। অভিযুক্ত ব্যক্তিদের নাম ও ঠিকানা যথাক্রমেঃ- ১। মোঃ সাইদুল(২৬), পিতা-তোতা মিয়া, গ্রাম-ঘাগনী, থানা-দক্ষিন সুনামগঞ্জ, জেলা-সুনামগঞ্জ’কে জরিমানা ১,০০০/- ২। মোঃ আলীআমজাদ (৩১), পিত-মৃতা-আব্দুল বারী, থানা-সদর, জেলা-সুনামগঞ্জ’কে ৫০০/- ৩। সাজু (৩০), পিতা-মৃত-মনির হোসেন, গ্রাম-শ্রীদরপাসা, থানা-সদর, জেলা-সুনামগঞ্জ’কে ৫০০/- ৪। মোসাইদ আলী (২০), পিতা-গোলাপ মিয়া, গ্রাম-মল্লিকপুর, থানা- সদর, জেলা-সুনামগঞ্জ’কে ৫০০/- ৫। মোঃ রফিকুল ইসলাম (৩০), পিতা-মৃত-আকরাম আলী, গ্রাম-মদনপুর, থানা-সদর, জেলা-সুনামগঞ্জ’কে ১০০০/- ৬। মাজেদা বেগম (৫০), স্বামী-মৃত-বসির মিয়া, গ্রাম-মদনপুর, থানা-সদর, জেলা-সুনাগঞ্জ’কে ৫০০/-জরিমানা করা হয়। জরিমানাকৃত টাকা সরকারী কোষাগারে জমা প্রদান করা হয়েছে।