মোঃফরিদ মিয়া, সুনামগঞ্জ প্রতিনিধিঃ বেনারসী মসলিন ও জামদানি সোসাইটির ব্যবস্হাপনায়। সুনামগঞ্জ জেলা ক্রীড়া সংস্হার আয়োজনে মাস ব্যাপি শিল্প ও পণ্য মেলার রবিবারের উদ্বোধন কে সামনে রেখে মেলা প্রাঙ্গন কে সাজাতে ব্যাস্ত সময় কাটছে আয়োজকদের এরিমধ্যে চোটবড় ১২০ টি ষ্টল তৈরির কাজ সম্পন্ন হয়েছে সাথে থাকছে মেলায় দর্শনার্থীদের জন্য নিত্যনতুন আকর্ষনীয় সব ব্যাবস্হা সাজানোগুছানো নৌকায় ভ্রমন,রেলগাড়ি,নাগড়দোলা,দৃষ্টি নন্দন পানিরফোঁয়ারা,সার্কাস পার্টির মনমাতানো সব আয়োজন। মেলার সার্বিক ব্যাবস্হাপনার সভাপতি মঈনখান বাবলু জানান মেলাটি আকর্ষনিয় করতে আমরা ইতি মধ্যে শিশুপার্ক তৈরি করেছি যেটি আমাদের সুনামগঞ্জের জন্য নতুন সংযোযন তিনি সকলের সহযোগিতা চেয়ে বলেন মেলা মানেই আনন্দ মেলা মানেই বিনোদন তাই সার্বিক ভাবে সহযোগিতা সর্বমহলের আসাকরি। জেলা ক্রিড়াসংস্হার সাধারন সম্পাদক দেওয়ান ইমদাদ রেজা চৌঃ জানান ইতি মধ্যেই আয়োজনের অনেক প্রক্রিয়া সম্পন্ন হয়েছে রবিবার বেলা ২ ঘটিয়ায় প্রধান অতিথি হিসাবে উপস্তিত হয়ে পরিকল্পনা মন্ত্রণালয়ের মন্ত্রী এম এ মান্নান মেলাটি উদ্বোধন করবেন এ ছারাও বিশেষ অতিথি হিসাবে উপস্তিত থাকবেন সংসদ সদস্য সুনামগঞ্জ ৫ মহিবুররহমান মানিক.সংসদ সদস্য ড,জয়া সেন গুপ্তা,সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন,সংসদ সদস্য পীর ফজলুর রহমান মিসবা জেলা আওয়ামিলিগ সভাপতি মতিউর রহমান সাধারন সম্পাদক ব্যারিষ্টার এম এনামুল কবীর ইমন,পুলিশ সুপার বরকতুল্লাখান, জেলাপরিষদ চেয়ারম্যান নুরুলহুদা মুকুট,পৌরমেয়র নাদের বখত,পরিচালক বাংলাদেশ ক্রিকেট বোর্ড সফিউল আলম, সভাপতিত্ব করবেন জেলাপ্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ।
Leave a Reply