সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে ভোট চলাকালীন সময়ে একটি কেন্দ্রে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০

সুনামগঞ্জে ভোট চলাকালীন সময়ে একটি কেন্দ্রে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০

সুনামগঞ্জে ভোটকেন্দ্রে সংঘর্ষে পুলিশসহ ২০ জন আহত ।

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ পৌরসভার মেয়র পদে উপনির্বাচনের ভোট চলাকালীন সময়ে একটি কেন্দ্রে দুই পক্ষের সংঘর্ষে পুলিশ সদস্যসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৯ মার্চ) দুপুর ২টার দিকে উত্তর আরপিন নগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নাদের বখত ও স্বতন্ত্র প্রার্থী দেওয়ান গনিউল সালাদিনের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয়।

সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল্লাহ সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘দু পক্ষের সংঘর্ষের সময় পরিস্থিতি নিয়ন্ত্রণের আনার চেষ্টা করলে পুলিশের সঙ্গে সালাদিনের সমর্থকদের সংঘর্ষ হয়। এতে পুলিশ সদস্যসহ অন্তত ২০ জন আহত হয়েছে।’

সংঘর্ষের কারণে কিছুক্ষণ ভোটগ্রহণ বন্ধ ছিল বলেও জানান তিনি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। কিছুক্ষণ ভোটগ্রহণ বন্ধ থাকার পর আবার ভোটগ্রহণ শুরু হয়।

প্রসঙ্গত, গত ১ ফেব্রুয়ারি সুনামগঞ্জ পৌরসভার মেয়র আইয়ুব বখত জগলুল মারা গেলে মেয়রের পদটি শূন্য হয় এবং ২২ ফেব্রুয়ারি উপনির্বাচনের তফসিল ঘোষণা দেয় নির্বাচন কমিশন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com