সুনামগঞ্জ প্রতিনিধিঃ পুলিশকে সহায়তা করুন পুলিশের সেবা গ্রহণ করুন, এই স্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জে পুলিশ সপ্তাহ উপলক্ষে বর্নাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা পুলিশের আয়োজনে পুলিশ সুপারের কার্যালয় থেকে বর্নাঢ্য র্যালীটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সুনামগঞ্জ সদর মডেল থানায় গিয়ে র্যালীটি শেষ হয় পরে এক সুধী সমাবেশ সদর মডেল থানা মিলনায়তনে অনুষ্টিত হয়, অতিরিক্ত পুলিশ সুপার হায়াতুন নবীর পরিচালনায় সুধী সমাবেশে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ, পুলিশ সুপার বরকতুল্লাহ খান, অতিরিক্ত পুলিশ সুপার (পদন্নতীপ্রাপ্ত) মিজানুর রহমান, শিক্ষাবিদ পরিমল কান্তি দে,সাংবাদিক লতিফুর রহমার রাজু, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আব্দুল মজিদ,অতিরিক্ত পুলিশ সুপার মাহবুবুর রহমান, সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল্লাহ প্রমুখ।
সুধী সমাবেশে বক্তারা বলেন, পুলিশ জনতা জনতাই পুলিশ, আর এই পুলিশ জনতা মিলে একসাথে কাজ করে সুনামগঞ্জের সকল অপরাধ কে দূর করে সুনামগঞ্জকে একটি সন্ত্রাস,জঙ্গি ও মাদক মুক্ত জেলা তৈরি করতে হবে।
সুধী সমাবেশে বক্তারা বলেন, পুলিশ জনতা জনতাই পুলিশ, আর এই পুলিশ জনতা মিলে একসাথে কাজ করে সুনামগঞ্জের সকল অপরাধ কে দূর করে সুনামগঞ্জকে একটি সন্ত্রাস,জঙ্গি ও মাদক মুক্ত জেলা তৈরি করতে হবে।