লোকালয় ২৪

সুনামগঞ্জে এক মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতের জরিমানা

সুনামগঞ্জে এক মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতের জরিমানা

লোকালয় ডেস্কঃ ১৩ মে ২০১৮ ইং তারিখ সন্ধ্যা ৬:০০ ঘটিকার সময় র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-৩, সুনামগঞ্জ ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল স্কোয়াড কমান্ডার এএসপি মোঃ আব্দুল খালেক এবং নির্বাহী ম্যাজিষ্ট্রেট জনাব মিলটন চন্দ্র পাল এর নেতৃত্বে সুনামগঞ্জ সদর থানা এলাকায় মাদক দ্রব্য উদ্ধার ভ্রাম্যমান আদালত পরিচালনা করে। অভিযানে সুনামগঞ্জ সদর থানা এলাকার বেতগাঁও বাজার সংলগ্ন ছনপুর গ্রামে মোবাইল কোর্ট পরিচালনা করে ২৫(পঁচিশ) লিটার দেশীয় মদ, ০১ (এক) টি মোবাইল, ০১(এক) টি সিম কার্ড সহ ০১(এক) জন মাদক ব্যবসায়ীকে আটক করে র‌্যাব-৯ এর ভ্রাম্যমান আদালত। আটককৃত ব্যক্তির নাম ও ঠিকানা- সেবুল (২৫), পিতা-মৃতঃ আনোয়ার শাহ, গ্রাম-রামেশপুর, থানা-সদর, জেলা-সুনামগঞ্জ। আটককৃত আসামীকে অবৈধ মাদক দ্রব্য রাখার অপরাধে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড অনাদায়ে ২০০০/ টাকা জরিমানা আদায় পূর্বক ছেড়ে দেওয়া হয়েছে। জরিমানাকৃত টাকা সরকারী কোষাগারে জমা প্রদান করা হয়েছে।