সুজন সম্পাদকের বাড়িতে হামলা

সুজন সম্পাদকের বাড়িতে হামলা

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের আলোচিত এনজিও সুশাসনের জন্য নাগরিক বা সুজন-এর সম্পাদক দিউল আলম মজুমদারের বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। এতে কেউ হতাহত হয়নি বা এ ঘটনায় কোনো মামলাও হয়নি বলে জানা গেছে।

বদিউল আলমের বাড়িতে এমন সময় হামলা হয়, যখন সেখানে আয়োজিত এক নৈশভোজে অংশগ্রহণ শেষে সদ্যই ফিরে যান বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট। ঘটনাটি ঘটে শনিবার দিবাগত রাত ১১টার দিকে।

এ প্রসঙ্গে সুজন সম্পাদক সংবাদ মাধ্যমকে বলেন, ‘রাত ১১টার সময় খাবার খেয়ে বাসা থেকে বের হয়ে যখন উনি (মার্শা বার্নিকাট) গাড়িতে উঠছিলেন, তখন একদল লোক হামলা করে। তারা রাষ্ট্রদূতের গাড়ির পেছনে ধাওয়া করে ঢিল ছোঁড়ে।’

তিনি বলেন, ‘মার্কিন রাষ্ট্রদূতের গাড়ি চলে যাওয়ার পর আমার বাসাতে হামলা চালায় দুর্বৃত্তরা। তারা বাড়ির দরজা ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করে। না পারায় ইটপাটকেল ছুঁড়ে জানালার কাঁচ ভেঙে দেয়।’

বদিউল আলম মজুমদার জানান, ১০-১৫ জন যুবক হামলাটি চালায়। এ সময় জরুরি হেল্পলাইন নম্বর ৯৯৯ নম্বরে যোগাযোগ করে পুলিশের সহায়তা চান তিনি।

মোহাম্মদপুর থানার দায়িত্বরত পুলিশ কর্মকর্তা মো. রাজিব জানান, ইকবাল রোডের একটি বাসায় দুর্বৃত্তরা ইটপাটকেল ছুঁড়েছে; ৯৯৯ থেকে এমন একটি খবর পাওয়ার পর সংশ্লিষ্ট এলাকার টহল দলকে সেখানে পাঠানো হয়।

তিনি জানান, ঘটনার সত্যতা যাচাই করার পর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ সিনিয়র অফিসাররা সেখানে পরিদর্শনে যান। তবে এ ঘটনায় থানায় কোনো মামলা হয়নি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com