সংবাদ শিরোনাম :
সিলেট আচরণবিধি লঙ্ঘনের ছবি তোলায় সাংবাদিককে মারধর

সিলেট আচরণবিধি লঙ্ঘনের ছবি তোলায় সাংবাদিককে মারধর

সিলেট আচরণবিধি লঙ্ঘনের ছবি তোলায় সাংবাদিককে মারধর

সিলেট : সিলেট নগরীর বাগবাড়ি এলাকায় আচরণবিধি লঙ্ঘন করে প্রচারণা চালানোর ছবি তুলতে গিয়ে সিলেট সিটি করপোরেশনের ৯নং ওয়ার্ডের সদ্য সাবেক কাউন্সিলর ও বর্তমান কাউন্সিলর পদপ্রার্থী মখলিছুর রহমান কামরানের সমর্থকদের হামলায় আহত হয়েছেন দৈনিক শ্যামল সিলেটের সিনিয়র আলোকচিত্রী এ এইচ আরিফ।

শনিবার (২১ জুলাই) রাত ১০টার বাগবাড়ি এতিম স্কুল রোড এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

এসময় কামরানের উচ্ছৃঙ্খল সমর্থকরা হামলার পাশাপাশি তার ব্যবহৃত ক্যামেরা ভাংচুর করে।

হামলার শিকার সাংবাদিক এ এইচ আরিফ জানান, শনিবার রাতে বাগবাড়ি এতিম স্কুল রোড এলাকায় আচরণবিধি লঙ্ঘন করে মঞ্চ বেঁধে সভার আয়োজন করেন কাউন্সিলর পদপ্রার্থী মখলিছুর রহমান কামরানের সমর্থকরা। সেখানে ছবি তুলতে গেলেই সমর্থকরা আরিফের উপর চড়াও হন। একপর্যায়ে ড্রাইভার বশিরের নেতৃত্বে ১০-১২ যুবক তার উপর হামলা করে এবং ক্যামেরা ভাংচুর করে। এতে আহত হন তিনি।

 

ঘটনার খবর পেয়ে তার সহকর্মী সাংবাদিকরা ঘটনাস্থলে ছুটে যান। তারা তাকে চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তিনি বর্তমানে ওসমানীর তৃতীয় তলার ৯নং ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com