লোকালয় ডেস্কঃ সিলেটে পুলিশ-চিকিৎসকসহ আরো ২২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় আক্রান্ত বেড়ে ২০৭ জন হলো।
বুধবার সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে ওই ২২ জনের করোনা পজিটিভ ধরা পড়ে।
হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় জানান, বুধবার ১৮৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। যার মধ্যে ২২ জনের রিপোর্ট পজিটিভ আসে। নতুন আক্রান্তদের মধ্যে সিলেট সদর উপজেলার ১৫ জন, বালাগঞ্জ উপজেলার দুইজন, কানাইঘাটের দুইজন, ফেঞ্চুগঞ্জের একজন, গোলাপগঞ্জের একজন ও মৌলভীবাজারের জুড়ির একজন রয়েছেন।
এ পর্যন্ত সিলেট বিভাগে ৪৮১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সিলেটে ২০৭, হবিগঞ্জে ১৩১, সুনামগঞ্জে ৮২ ও মৌলভীবাজারে ৬১ জন। এছাড়া সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৩৪ জন।