নিজস্ব প্রতিনিধি, সিলেট: সিলেটের দক্ষিণ সুরমা থেকে দেশীয় তৈরী ১টি পাইপ গান, ২ রাউন্ড গুলিসহ ২ জন অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৯।
অস্ত্র ব্যবাসায়ীরা হলো সিলেট সদর উপজেলার শাহপরাণ থানার মেজরটিলা এলাকার মৃত মাসুক মিয়ার ছেলে মো. রেজাউল করিম মনা (১৯) ও মেজর টিলা ইসলামপুর কলোনীর মো. আল আমীনের ছেলে মো. বিল্লাল হোসেন (১৮)।
বুধবার র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯) এর অতিরিক্ত পুলিশ সুপার মিডিয়া অফিসার মো. মনিরুজ্জামান জানান, সিলেটের দক্ষিণ সুরমা থানার সিলেট বাইপাস রোডের মমিন খোলা এলাকায় অভিযান চালায় র্যাব সদস্যরা।
মঙ্গলবার দিবাগত রাত ১০টায় এ অভিযানে মমিন খোলা প্রভিটা ফিড এন্ড হ্যাচারীজ লিমিটেড এর সামনে পাঁকা রাস্তার উপর থেকে ১টি দেশীয় তৈরী পাইপ গান, গুলি ২ রাউন্ড, ২টি মোবাইল, সিমকার্ড ২ টি সহ ২ জন অস্ত্র ব্যবসায়ীকে আটক করা হয়।
আটককৃত অস্ত্র ব্যবসায়ীদেরকে এসএমপির দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়েছে।