সংবাদ শিরোনাম :
সিলেটে জাতীয় পিঠা উৎসব শুরু আজ

সিলেটে জাতীয় পিঠা উৎসব শুরু আজ

সিলেটে জাতীয় পিঠা উৎসব শুরু আজ
সিলেটে জাতীয় পিঠা উৎসব শুরু আজ

নিজস্ব প্রতিনিধি, সিলেট: সিলেটে প্রথম বারের মত ৪দিন ব্যাপি জাতীয় পিঠা উৎসব শুরু হচ্ছে আজ শনিবার।

নগরীর রিকাবীবাজারস্থ জেলা ক্রীড়া সংস্থা প্রাঙ্গনে সকাল ১০ টায় উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এম পি।

উৎসবের উদ্বোধন করবেন জাতীয় পিঠা উৎসব উদযাপন পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ম. হামিদ।

বাঙ্গালির হাজার বছরের পিঠা ঐতিহ্যকে নগরজীবনে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে জাতীয় পিঠা উৎসব উদযাপন পরিষদ বিগত ১৩ বছর ধরে বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে রাজধানী ঢাকায় জাতীয় পিঠা উৎসব আয়োজন করে আসছে।

সেই ধারাবাহিকতায় এ বছর প্রথম বারের মত এই উৎসব দেশব্যাপি ছড়িয়ে দিতে ঢাকার বাইরে আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়। যার প্রথম আয়োজন অনুষ্ঠিত হচ্ছে পূণ্যভূমি সিলেটে।

উদ্বোধনী অনুষ্ঠানে সম্মেলক আবৃত্তি, সম্মেলক সংগীত, সম্মেলক নৃত্য ছাড়াও প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত পিঠা উৎসবে থাকছে বর্ণ্যাঢ্য দলিয় আবৃত্তি, গান, নাচ, নাটক সহ নানা সাংস্কৃতিক আয়োজন।

উৎসবে বর্ণিল ভাবে সজ্জিত স্টলে থাকছে দেশের বিভিন্ন অঞ্চলের ঐতিহ্যবাহী পিঠার সমারোহ।

জাতীয় পিঠা উৎসব উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শাহ্ আলম সিলেট বিভাগীয় উদযাপন পরিষদের আহবায়ক আজিজ আহমেদ সেলিম এবং সদস্য সচিব রজত কান্তি গুপ্ত সিলেটের সর্বস্তরের নাগরীকদের উৎসবে আন্তরিক আমন্ত্রন জানিয়েছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com