লোকালয় ২৪

সিলেটে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষে একজনের মৃত্যু

সিলেটে প্রতিষ্ঠাবার্ষিকীর মিছিলে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত এবং নয়জন আহত হয়েছেন। আজ সোমবার বিকেলে নগরীর কোর্টপয়েন্ট এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানান সিলেট কোতোয়ালি থানার ওসি গৌসুল হোসেন।

নিহত আবুল হাসান শিমু আহমদ (৩২) নগরীর আরামবাগ এলাকার আব্দুল আজিজের ছেলে। তিনি মহানগর ছাত্রদলের সদস্য শিমু।

এ প্রসঙ্গে সিলেট মহানগর ছাত্রদলের সহ-সভাপতি লিটন আহমদ বলেন, “মিছিলে আধিপত্য বিস্তার নিয়ে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে কয়েকজন জুনিয়র ছাত্রদলকর্মী। শিমু তাদের সামাল দিতে গেলে ছুরিকাহত হন। হাসপাতালে নিয়ে যাওয়ার পর সন্ধ্যায় তার মৃত্যু হয়। ”

এ ব্যাপারে ওসি বলেন, ছাত্রদলের ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে কোর্ট পয়েন্ট এলাকায় মিছিল বের করে জেলা ও মহানগর ছাত্রদল। মিছিলে আধিপত্য নিয়ে মহানগর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক নাবিল আহমদ পক্ষের কয়েকজন শিমু আহমদকে ছুরিকাঘাত করে। এ নিয়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়ায়। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জানান তিনি।

ওসি গৌসুল বলেন, পুলিশ এ ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করতে কাজ শুরু করেছে। আহতদের মধ্যে কয়েকজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিকচিকিৎসা দেওয়া হয়েছে।

এ বিষয়ে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম বলেন, মিছিলে ছুরিকাঘাতের এমন ঘটনা দুঃখজনক। এ বিষয়ে তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।