লোকারয় ডেস্কঃ প্রাণঘাতী করোনায় সিলেটে আরো একজনের মৃত্যু হয়েছে। রোববার সকাল সাড়ে ১০টায় সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মারা যাওয়া এ বৃদ্ধের বাড়ি সিলেটের বিয়ানীবাজার উপজেলার মুড়িয়া ইউপির তাজপুর (মাজরপট্টি) গ্রামে। এ নিয়ে করোনায় আক্রান্ত হয়ে সিলেটে মারা গেলেন ১৮ জন।
শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) সুশান্ত মহাপাত্র বিষয়টি নিশ্চিত করে বলেন, কয়েকদিন আগে ওই ব্যক্তির করোনার উপসর্গ দেখা দেয়। পরে তাকে বিয়ানীবাজার পৌরশহরের আলফা ক্লিনিক এরপর সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানেই তার করোনার নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। এরপর তাকে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আইসোলেশন সেন্টারে আনা হয়।
সকাল সাড়ে ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মারা যাওয়া বৃদ্ধের মৃতদেহ স্থানীয় উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে স্বাস্থ্যবিধি মেনে দাফন করা হবে বলেও জানান তিনি।
রোববার পর্যন্ত সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১৮ জন। এর মধ্যে সিলেট জেলায় ১৪ জন, মৌলভীবাজারে তিনজন আর হবিগঞ্জে একজন। তবে সুনমাগঞ্জে এখনো কোনো করোনা আক্রান্ত রোগী মারা যাননি।