লোকালয় ২৪

সিলেটে করোনায় আক্রান্ত চিকিৎসক দম্পতি

lokaloy24.com

লোকালয় ডেস্কঃ  সিলেটে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এক চিকিৎসক দম্পতি। এছাড়া সুনামগঞ্জে আরো ১১ রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে সিলেট বিভাগে আক্রান্ত বেড়ে ১০১ জন হলো।

সোমবার রাতে বিষয়টি নিশ্চিত করেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায়।

তিনি জানান, সোমবার সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ১৮০ জনের জনের নমুনা পরীক্ষা করা হয়। যার মধ্যে ওই দম্পতিসহ ১৩ জনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে।

তিনি আরো জানান, আক্রান্ত দম্পতির স্বামী ঢাকায় স্বাস্থ্য বিভাগে ও স্ত্রী নগরীর জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত। সম্প্রতি স্বামী ঢাকা থেকে সিলেট ফেরেন।

এর আগে সিলেটে আরো দুই চিকিৎসক করোনাভাইরাসে আক্রান্ত হন। ৫ এপ্রিল সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. মঈন উদ্দিনের করোনা পজিটিভ আসে। ১৫ এপ্রিল ঢাকার কুর্মিটোলায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ২২ এপ্রিল করোনা শনাক্ত হয় ওসমানী হাসপাতালের এক শিক্ষানবিশ চিকিৎসকের। তিনি হাসপাতালের ইন্টার্ন হোস্টেলে আইসোলেশনে রয়েছেন।