লোকালয় ২৪

সিলেটে ইটভাটায় জিম্মি ১১ শ্রমিক উদ্ধার, আটক ২

সিলেটে ইটভাটায় জিম্মি ১১ শ্রমিক উদ্ধার, আটক ২

সিলেট: সিলেটের ওসমানীনগরে আলোচিত এনাম পীরের মালিকানাধীন ইটভাটা থেকে জিম্মি ১১ শ্রমিককে উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা। এ ঘটনায় অপহরণকারী চক্রের দুই সদস্যকে আটক করেছে র‌্যাব।

মঙ্গলবার (২২ জানুয়ারি) র‌্যাব-৯ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সোমবার (২১ জানুয়ারি) রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে   র‌্যাব-৯ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার পিযুষ চন্দ্র দাসের নেতৃত্বে একটি দল ওসমানীনগর উপজেলার এনাম পীরের মালিকানাধীন মেসার্স হক ব্রিকস ফিল্ডে অভিযান চালায়। এ সময় ১১ শ্রমিককে উদ্ধার করা হয়। তারা হলেন-  বাবুল মিয়া (২৮), মো. আক্তার হোসেন (২৭), মো. আবুল কালাম (২৯), আব্দুর রউফ (২৮), মো. আব্দুল হামিদ (৪২), মহররম আলী (১৮), আব্দুল হান্নান (৪০), মো. দেলোয়ার হোসেন (১২), সেলিম মিয়া (১৩), রমজান আলী (৬২), মো. রমজান আলী (৫৬)।

আটক অপহরণকারী চক্রের সদস্যরা হলেন- হবিগঞ্জের চুনাররুঘাটের শাটিয়াজুড়ি গ্রামের ইসহাক মিয়ার ছেলে মো. আরজু মিয়া (৩২), একই উপজেলার রুকনপুর গ্রামের মৃত জাহিদ উল্লাহর ছেলে জয়নাল মিয়া (৫৫)। আটকরা এনাম পীরের মালিকানাধীন হক ব্রিকস ফিল্ডে চাকরি করতেন।

আটকদের নির্যাতন করে সংঘ বদ্ধ চক্রটি ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছিল বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।