লোকালয় ২৪

সিলেটের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

সিলেটের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

সিলেটের ফেঞ্চুগঞ্জে লাইনচ্যুত হওয়া জালালাবাদ এক্সপ্রেস ট্রেনটি উদ্ধার করা হয়েছে। এতে করে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

বুধবার (০৪ সেপ্টেম্বর) দুপুর সোয়া ২টার দিকে ট্রেনটি উদ্ধার করে সিলেট রেলওয়ে স্টেশনে নিয়ে যাওয়া হয়। এরপর রেল যোগাযোগ স্বাভাবিক হয়।

সিলেট রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক আতাউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ট্রেনটি উদ্ধারের পর মাইজগাঁও রেলওয়ে স্টেশনে আটকে থাকা পারাবত এক্সপ্রেস সিলেট পৌঁছেছে। পুনরায় গন্তব্য ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে।

এর আগে দুপুরে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা জালালাবাদ এক্সপ্রেস ট্রেনটি সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার মাইজগাঁও স্টেশনে ছেড়ে আসার পর মল্লিকপুরে একটি বগি লাইনচ্যুত হয়। অবশ্য এতে কেউ হতাহত হননি।

গত ১৬ আগস্ট ফেঞ্চুগঞ্জের মাইজগাঁও রেলস্টেশনে ঢাকাগামী আন্তঃনগর উপবন এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়।