লোকালয় ডেস্কঃ সিলেট শিবগঞ্জের লামাপাড়া ভোটকেন্দ্রের সামনে সাধারণ ভোটার এবং আওয়ামী লীগ কর্মীদের সঙ্গে ব্যাপক সংঘর্ষ হয়েছে। সকাল ১১টার পর দফায় দফায় এ সংঘর্ষ হয়। স্থানীয় কাউন্সিলর আজাদুর রহমান আজাদ সকাল ১১টায় ভোট কেন্দ্র পরিদর্শন করেন। তিনি বের হয়ে যেতেই ভোটারদেরওপর হামলা চালায় ২৫/৩০ থেকে ৩০ জনের একটি দল। এসময় ভোটাররা পাল্টা ধাওয়া করলে হামলাকারীরা কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়। পরে কেন্দ্রের বাইরে দফায় দফায় মিছিল করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। হামলার পর ভোটকেন্দ্রে প্রবেশ করতে চাইলে প্রিসাইডিং অফিসার আমিন মোহাম্মদ সাইদ নিয়ে মানবজমিন এর প্রতিবেদকসহ দুইজন সাংবাদিককে ভেতরে নিয়ে যেতে চাইলেও দায়িত্বরত পুলিম কর্মকর্তা বাধা দেন। প্রিসাইডিং কর্মকর্তা জানান, সকাল ১১টা পর্যন্ত এ কেন্দ্রে ৫০ ভাগ ভোট কাস্ট হয়েছে।