সংবাদ শিরোনাম :
সিলেটের মেয়র প্রার্থী কামরানের পক্ষে হবিগঞ্জ জেলা যুবলীগের নির্বাচনী প্রচারণা

সিলেটের মেয়র প্রার্থী কামরানের পক্ষে হবিগঞ্জ জেলা যুবলীগের নির্বাচনী প্রচারণা

সিলেটের মেয়র প্রার্থী কামরানের পক্ষে হবিগঞ্জ জেলা যুবলীগের নির্বাচনী প্রচারণা

সিলেট প্রতিনিধি : পুন্যভূমি সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ দলীয় মনোনিত মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমেদ কামরানের পক্ষে ব্যাপক প্রচারণা চালিয়েছে হবিগঞ্জ জেলা যুবলীগ।

শনিবার সকালে হযরত শাহজালাল (রঃ) এর মাজার জিয়ারত করে প্রচারণা শুরু হয়। নৌকা প্রতীকের মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমেদ কামরান, বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য মাখন ভূইয়া, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব ফজলুল হক আতিক, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, হবিগঞ্জ জেলা যুবলীগ সভাপতি আতাউর রহমান সেলিম, সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন চৌধুরী ও সিলেট জেলা পরিষদের সদস্য দেওয়ান রুবা আক্তারের নেতৃত্বে জেলা যুবলীগের শতাধিক নেতাকর্মী প্রচারণায় অংশ নেন। তারা মাজার এলাকায় ব্যবসায়ী প্রতিষ্ঠানসহ ভোটারদের কাছে বর্তমান সরকারের উন্নয়ন তুলে ধরেন এবং এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনোনিত মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমেদ কামরানকে নৌকায় ভোট দেয়ার অনুরোধ জানান।

বিকালে হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক মন্ত্রী দেওয়ান ফরিদ গাজীর সুযোগ্য সন্তান শাহ নেওয়াজ মিলাদ গাজী, হবিগঞ্জ জেলা যুবলীগ সভাপতি আতাউর রহমান সেলিম ও সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন চৌধুরীর নেতৃত্বে জেলা যুবলীগের শতাধিক নেতাকর্মী সিলেট সিটি কর্পোরেশনের ১১নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় মেয়র প্রার্থী কামরানের পক্ষে গণসংযোগ ও ব্যাপক প্রচারণা চালান। এ সময় তারা মেয়র কামরানের বিগত দিনে সিলেটবাসীর জন্য অবদানের কথা তুলে ধরে আবারো নির্বাচিত করার আহবান জানান।

প্রচারণায় হবিগঞ্জ জেলা যুবলীগের সহ সভাপতি শাহেদ গাজী, সজল রায়, শওকত আকবর সোহেল, এসএম আব্দুর রউফ মাসুক, ইঞ্জিনিয়ার হাজী ওয়াহিদুজ্জামান বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক বিপ্লব রায় চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শফিকুজ্জামান হিরাজ, ফেরদৌস আহমেদ, তাজ উদ্দিন আহমেদ তাজ, মাধবপুর উপজেলা যুবলীগের সভাপতি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফারুক পাঠান, নবীগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শাহ গুল আহমেদ কাজল, সম্পাদকমন্ডলীর সদস্য এমএ হাকিম, মোঃ জামাল মিয়া, শাহ আলম সিদ্দিক, শাহরিয়া চৌধুরী সুমন, আলম মিয়া, সবুজ আহমেদ, সৈয়দ শাহ দরাজ, শাহ বাহার, সেলিম আহমেদ, সৈয়দ রাশিদুল হক রুজেন, সেলিম আহমেদ, হবিগঞ্জ পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন খান, রাহুল রায়, শিমুল মিয়া, চুনারুঘাট উপজেলা যুবলীগের সহ সভাপতি নজরুল ইসলাম, দেওয়ান লুৎফুর রহমান, সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম কবির, সাইফুর রহমান টিপু, বাহুবল উপজেলা যুবলীগ নেতা বদরুল আলম, শাহ মঈনুদ্দিন, জসিম উদ্দিন, দেওয়ান মোঃ নেওয়াজ, মোঃ ইয়াকুত আলী, আবুল কালাম আজাদ, সাদিকুর রহমান, তবারক হোসেন, মোঃ জব্বার আলী, মোঃ আব্দুল্লাহ প্রমুখ নেতাকর্মী অংশগ্রহণ করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com