ক্রাইম ডেস্কঃ ০৭ মে ২০১৮ ইং তারিখ ১৭.০৫ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর স্পেশাল কোম্পানী, সিলেট ক্যাম্পের একটি বিশেষ দল অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মনিরুজ্জামান এর নেতৃত্বে সিলেট জেলার কানাইঘাট থানা এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে সিলেট জেলার কানাইঘাট থানাধীন কানাইঘাট দক্ষিণ বাজার মাদ্রাসার সামনের রোড মেসার্স আলম এন্টার প্রাইজ এর সামনে পাকাঁ রাস্তার উপর থেকে ০১ (এক) জন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে র্যাব-৯। গ্রেফতারকৃত অভিযুক্তের নাম ও ঠিকানাঃ নুর আহম্মদ (২৬), পিতা-মৃত জালাল উদ্দিন, গ্রাম-লালার চক, থানা-কানাইঘাট, জেলা-সিলেট। উল্লেখ্য যে,তার নিকট থেকে ৩৮৫ (তিনশত পঁচাশি) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ১,৯২,৫০০/- (এক লক্ষ বিরানব্বই হাজার পাচঁশত) টাকা। গ্রেফতারকৃত আসামী সিলেট জেলার অন্যতম মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন যাবত আইনশৃঙ্খলা বাহিনী ও লোক চক্ষুর অন্তরালে সিলেট জেলাসহ বিভিন্ন জেলায় মাদকবিক্রয় করে থাকে। তার এই গড়ে তোলা মাদক চক্রের মাধ্যমে দেশের যুবসমাজকে ধ্বংসের দিকে ধাবিত করছে। উদ্ধারকৃত মাদকদ্রব্য ও গ্রেফতারকৃত আসামীকে সিলেট জেলার কানাইঘাট থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন।