লোকালয় ২৪

সিরিয়া থেকে সেনা প্রত্যাহারের ঘোষণা দিলেন ট্রাম্প

সিরিয়া থেকে সেনা প্রত্যাহারের ঘোষণা দিলেন ট্রাম্প

লোকালয় ডেস্কঃ সিরিয়া থেকে সব সেনা প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প বলেছেন, ‘সিরিয়ায় ইসলামিক স্টেট (আইএস) পরাজিত হয়েছে। আইএসের সঙ্গে লড়াইয়ের জন্যই সেনাদের সেখানে রাখা হয়েছিল।’

ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগনকে ‘অবিলম্বে’ মার্কিন সেনা প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন। তবে পেন্টাগনের কিছু কর্মকর্তা ট্রাম্প যাতে সিরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহারের নির্দেশ না দেন তা বোঝানোর চেষ্টা করেছিলেন। কারণ মার্কিন সেনাদের প্রত্যাহার করলে সিরিয়ায় রাশিয়া ও ইরানের প্রভাব অনেক বেড়ে যেতে পারে বলে তাদের ধারণা। সিএনএন ও পার্স টুডের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলের বেশিরভাগ অঞ্চলকে ইসলামিক স্টেট (আইএস) মুক্ত করতে প্রায় দুই হাজার সেনা মোতায়েন করেছিল যুক্তরাষ্ট্র। কিন্তু সেই সব অঞ্চলের কিছু কিছু জায়গায় এখনো আইএসের উপস্থিতি রয়ে গেছে। আর তা উৎখাত করতে কয়েক দশক পর্যন্ত সময় লেগে যেতে পারে।

কিছুদিন আগে আইএস দমনে ট্রাম্পের বিশেষ দূত ব্রেট ম্যাকগার্ক বলেছিলেন, ‘কেউ বলছে না আইএস উধাও হয়ে যাবে। কেউ অত বোকা নয়। তাই আমরা সেখানে স্থিতিশীলতা নিশ্চিত করতে চাই।’

কিন্তু ইরাকে মার্কিন সেনা বহাল থাকায় সেখান থেকেই দরকার হলে সিরিয়ায় হামলা চালানো সম্ভব।